মুহিবুল্লাহ ‍মুহিব:
গৃহবধূ বিয়ের ৪ মাসের মাথায় কক্সবাজার শহরে রিয়াজুল জান্নাত (২০) নামে এক গৃহবধূ নির্মমভাবে খুন হয়েছে। বুধবার সকালে শহরের পুরাতন বাহাড়ছড়া এলাকায় এঘটনা ঘটে। মৃত স্ত্রীকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামী মাহমুদুল করিম। তবে নিহতের পরিবারের দাবি, বিয়ের পর থেকে যৌতুকের জন্য রিয়াজুলের স্বামী ও তার মা‘ মিলে নির্যাতন চালিয়ে আসছিল। নিহত রিয়াজুল জান্নাত চকরিয়া উপজেলার পূর্বকাকরার পাহাড়তলী এলাকার মো. শফিকুল ইসলামের মেয়ে।
নিহতের বাবা শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতেও আমাকে ফোন করে জানিয়েছিল স্বামীর মারধর ও নির্যাতনের কথা। এরআগেও এক লাখ টাকার জন্য বিভিন্নভাবে নির্যাতন করলে আমি ৫০ হাজার টাকা যোগার করে দেয়। এরপর আজকে সকালে ছেলের মা‘ ফোন করে বলে আমার মেয়ে নাকি ফাঁসি ঝুলে আছে। তখন আমি ছুটে আসি। দেখি হাসপাতালের মর্গে রাখা হয়েছে আমার মেয়ের লাশ।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া জানান, আমরা মরদেহটি হাসপাতালে পেয়েছি। নিহতের শরীরে ছোট কয়েকটি দাগ দেখাযাচ্ছে ও গলায় বড় ধরণের দাগ আছে। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।