এম.জিয়াবুল হক,চকরিয়া
চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় মানিক দাশ (৫২) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মালুমঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক দাশ উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ চা-বাগান এলাকার মৃত যোগেশ দাশের ছেলে। স্থানীয় ইউপি সদস্য শওকত আলী নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে পথচারী মানিক দাশ মালুমঘাট বাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যায়।
মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি এসআই মো.রুহুল আমিন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত মানিকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস জব্দ রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।