প্রেস বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি আবদুল্লাহ আল মাসউদ খান বলেছেন, আকাবীরে দেওবন্দ তথা হক্কানী ওলামা-মশায়েখের হাতে ঐতিহ্যবাহী ইসলামী ছাত্রসমাজের ভিত্তি রচিত হয়। এটি লোকবল ও অনুষ্ঠান সর্বস্ব তৎপরতা প্রদর্শনীর গতানুগতিক ধারার কোন সংগঠন নয়। শান্তিময় সমাজ বিনির্মানে একদল যোগ্য, নিবেদিতপ্রাণ, খোদাভীরু আদর্শ মানুষ গড়ার লক্ষ্যেই এ সংগঠনের অভিযাত্রা। এ সংগঠনের রয়েছে গৌরবময় সোনালী অতীত, ঈমানদীপ্ত দর্শন ও আদর্শিক কর্মসূচী। অনেক বাধার পাহাড় পেরিয়ে দ্বীনের মশালবাহী তরুণদের প্রাণের এ সংগঠন ১৯৬৯ সাল থেকে তাঁর প্রদীপ্ত বিচরণ অব্যাহত রেখেছে। ইসলামী ছাত্র সমাজ নেতাকর্মীদের নিষ্ঠা ও দক্ষতার সাথে সেই লক্ষ্য পানে এগিয়ে যেতে হবে।

তিনি ঐতিহ্যবাহী ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজার জেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও দু’আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ১ অক্টোবর (রবিবার) অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সংগঠন সচিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ.হ.ম. নুরুল কবির হিলালী। তিনি ছাত্রদের ইসলামের শাশ্বত আদর্শের পতাকাতলে সুসংহত করার মহান অভিপ্রায়ে দাওয়াতী তৎপরতার প্রসারে মনোনিবেশ করার জন্যে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে দু’আ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সাখী যাকারিয়া, মাওলানা মুহিব্বুল হাসান, মাওলানা মুহাম্মদ শহীদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মুহাম্মদ ইউছুফ মক্কী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হামিদ, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ আলিম উদ্দীন, কক্সবাজার শহর আহ্বায়ক সাইফুর রহমান মেহেদী, রামু চাকমারকুল ইউনিয়ন সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ, খুনিয়া পালং ইউনিয়ন সহ-সভাপতি সাঈদ হোছাইন, সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল মজিদ প্রমুখ।

দু’আ মাহফিলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত এবং আরাকানের মজলুম মুসলমানদের স্থায়ী সংকট মুক্তি, দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।