ডি এইচ মনসুর ,আনোয়ারা চন্দনাইশ :
মিসওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রথম শর্ত হলো প্রতিযোগীকে অবিবাহিত হতে হবে।
সেখানে প্রথমবারের মত সেই প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল নাঈম এভ্রিল বিয়ে করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
এভ্রিলের বিয়ে ও কাবিননামার ছবি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জান্নাতুল নাঈমের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫ নম্বর বরমা ইউনিয়নের সেরন্দি গ্রামের রাউলিবাগ এলাকায়।
তার বাবা তাহের মিয়া ও মা রেজিয়া বেগম। চন্দনাইশ পৌরসভার কাজি অফিস থেকে পাওয়া কাবিননামা অনুযায়ী ২০১৩ সালের ২১ মার্চ চন্দনাইশ পৌর এলাকার বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী মোহাম্মদ মুনজুর উদ্দিনের সঙ্গে জান্নাতুলের বিয়ে হয়।
বিয়ের দেনমোহর ছিল ৮ লাখ টাকা। বিয়ের উকিল হন মেয়ের বাবা তাহের মিয়া। বিয়েতে কাজি ছিলেন আবু তালেব। একই বছরের ১১ জুন তালাকনামায় সই করেন জান্নাতুল। আড়াই মাস সংসার হয়ে তাদের।
অন্তর শোবিজের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় অন্তর শোবিজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রেস কনফারেন্সের মাধ্যমে নতুন বিজয়ীর নাম ঘোষণা করবেন বলে জানা গেছে।
এবং বিজয়ী এভ্রিলকে যে মুকুট দেয়া হয়েছে সেটা তার কাছেই থাকবে তবে নতুন বিজয়ীকে আরেকটি মুকুট পরিয়ে দেয়া হবে।