সিবিএন:
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক চাপে পড়ে রোহিঙ্গাদের জন্য মায়াকান্না শুরু হয়েছে সরকারের। অন্যদের ত্রাণ সরকার দলীয় নেতারা বিতরণ করছে বলেও মন্তব্য করেন।
সোমবার সকালে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপি’র স্থায়ী কমিটির এই নেতা।
তিনি আরও বলেন, সরকারের কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হয়েছে। যদি কুটনৈতিক অবস্থান থাকতো তাহলে এতো রোহিঙ্গা বাংলাদেশে ঠেলে দিতে পারতো না মিয়ানমার। ১৯৯২ সালে যখন খালেদা জিয়া সরকার কুটনৈতিকভাবে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠিয়েছে। সেই কার্যক্রম থেকে অনুপ্রাণিত হয়ে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বর্তমান সরকার।
এ সময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ও দপ্তর সম্পাদক ইউছুপ বদরীসহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।