ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী:
মহেশখালীর কোহেলিয়া নদী থেকে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। ২ অক্টোবর সকাল সাড়ে ৭টার সময় উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট নদীর তীরে লাশটি ভেসে আসে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন রাজঘাট রশিদিয়া মাদ্রাসার পার্শ্ববর্তী নদীর তীরে একটি সুতার বস্তা দেখতে পেয়ে উদ্ধার করে। পরে বস্তাটি খুলে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান। সাথে সাথে বিষয়টি মহেশখালী থানায় অবহিত করা হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, মাতারবাড়ী রাজঘাটের অাধা কি: মি: দূরে নদীতে পলিথিন ও পাটের বস্তায় মোড়ানো অবস্থায় লাশটি পাওয়া যায়। সাথে সাথে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ীর সহায়তায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, লোকটিকে অন্যত্র হত্যা করে বস্তাবন্দী করে সাগরে ফেলে দেয়া হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।