প্রেস বিজ্ঞপ্তি:
মিয়ানমার সরকারের বর্বরোচিত হত্যা, ধর্ষণ ও বাড়িঘরে অগ্নি সংযোগসহ নানা নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসেছে । বিভিন্ন এনজিও সংস্থার তথ্যমতে উখিয়া-টেকনাফে বর্তমানে ১৪ লক্ষ্য রোহিঙ্গা আশ্্রয় নিয়েছে। এ রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে উখিয়া-টেকনাফবাসী সীমাহীন কষ্ট সহ্য করলেও তাদের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বরত এনজিও’তে স্থানীয়রা দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছে না। যোগ্যতানুসারে স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি নিশ্চিতকরণের দাবীতে ২ নভেম্বর বিকাল ৩টায় কোটবাজার স্টেশন চত্তরে মানববন্ধনের ডাক দিয়েছে “অধিকার বাস্তবায়ন কমিটি, উখিয়া”।
এতে উখিয়া-টেকনাফের সচেতন নাগরিকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন “অধিকার বাস্তবায়ন কমিটি, উখিয়া”র আহবায়ক ও সদস্য সচিব। যোগাযোগ- ০১৮১২৩৪১৯৯০, ০১৮১৫৯৮২৮৫০।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।