সিবিএন:
কক্সবাজারে ভ্রমণে এসে মোহাম্মদ শহীদুল (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়ে গেছে। ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে সৈকতের লাবণী পয়েন্টের বীচপার্কস্থ ছাতা মার্কেট তিনি হারিয়ে যান। নিখোঁজ যুবক ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কদমতলী ৮নং ওয়ার্ড এলাকার রবিউল্লাহর পুত্র। এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।

নিখোঁজ শহীদুলের মামাতো ভাই মোহাম্মদ হাসান জানান, তারা পাঁচ বন্ধু মিলে গত ২৯ সেপ্টেম্বর কক্সবাজারে ভ্রমণে আসেন। ওইদিন দুপুর ১২টার দিকে তারা কক্সবাজার শহরের কলাতলীর লাইটহাউস রোডস্থ সানসেট রিসোর্টের ১০৪নং কক্ষে উঠেন। এরপর দিন তারা সৈকতের লাবণী পয়েন্ট দিয়ে নেমে সাগরে গোসল করাসহ বিভিন্নভাবে ঘোরাঘুরি করেন। এক পর্যায়ে বিকাল ৫টার দিকে সৈকত থেকে উঠে তারা বীচপার্কস্থ ছাতা মার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটার এক পর্যায়ে মোহাম্মদ শহীদুলকে আর খোঁজে পায়নি তার বন্ধুরা। হারানোর পর দু’দিন ধরে বন্ধুরা সৈকত, কলাতলীসহ কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পাননি তার। এই ব্যাপারে ট্যুরিস্ট পুলিশকে জানানো হয়। টুরিস্ট পুলিশও বিভিন্নভাবে সন্ধান করেছেন। কিন্তু কোথাও তার সন্ধান মিলেনি।

মোহাম্মদ হাসান আরো জানান, নিখোঁজের বিষয়টি সাথে সাথে শহীদুলের পরিবারকে জানানো হয়েছে। পরিবারও বিভিন্ন খোঁজাখুুঁজি করে যাচ্ছেন। তারপরও অধিকতর অনুসন্ধানের জন্য কক্সবাজার সদর মডেলকে অবহিত করা হয় এবং সাধারণ ডায়রি করা হয়। থানা পুলিশও অনুসন্ধান চালাচ্ছে। তারপরও কোনো হৃদয়বান ব্যক্তি নিখোঁজ শহীদুলের খোঁজ পেলে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। তার গায়ের রং- ফর্সা, উচ্চতা ৫ ফুট, শরীরের গঠন- হেংলা-পাতলা, পরনে কমলা রঙের ত্রিকোয়ার্টার প্যান্ট ও ব্লু রঙের টিশার্ট ছিলো। যোগাযোগ- ০১৭৬০০০৫৫৫৫। সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে।