সিরিয়ার ইদলিবে বিমান হামলায় চার শিশুসহ ২৮ জন নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটি জানায়, তুর্কি সীমান্তের কয়েক কিলোমিটারের কাছে আরমানাজ গ্রামে এই হামলা চালানো হয়। সিরিয়ান সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এই সংখ্যা ২৬ জানানো হয়। তবে কারা এই হামলা চালিয়েছে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি।
সিরিয়ার অবজারভেটরি জানায়, ১২ জনের মতো মানুষ নিখোঁজ রয়েছেন। সংস্থাটি প্রথম হামলার পর হতাহতদের খোঁজা ও উদ্ধারকাজ চালানোর সময় দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। ডক্টরস উইদাউট বর্ডার্স শুক্রবার বলেছে, শহরটিতে বোমা বর্ষণের ফলে হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছে।
এর আগে ১৯ সেপ্টেম্বর সিরিয়া ও রাশিয়ার বিমান হামলায় অনেক বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছিলো। তবে রুশ ও সিরীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন দাবি অস্বীকার করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।