সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাহী কমিটির সদস্য, দৈনিক আমারদেশ এর কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক আনছার হোসেন এর পিতা কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার আবুল হোসেন (৭৫) শনিবার রাতে পৌনে ৮টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে……..রাজিউন। রবিবার সকাল ১১ টায় উত্তর নুনিয়াছড়াস্থ বড় কবরস্থান সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসানুর রশীদসহ ইউনিয়নের সকল সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।