ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী:
মহেশখালীতে প্রতিপক্ষ কতৃক বাড়ী ভিটার জায়গা জবর দখলের হুমকীতে থানায় জিডি করে বাড়ী ফেরার সাথে সাথেই হামলায় শিকার হয়েছে এক মাদ্রাসা শিক্ষক। এতে প্রতিপক্ষের হামমলায় একই পরিবারের নারীসহ ৩জন আহত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বিকাল ৫টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ার ছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উক্ত গ্রামের হাজী আবুল বশরের পুত্র হরিয়ার ছড়া হেমায়েতুল ইসলাম এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আনোয়ারুল করিমের সাথে প্রতিবেশী আবুল হোছনের পুত্র জাফর আলম,শফিউল আলম ও মো: আলমের সহিত বাড়ী ভিটার জায়গা নিয়ে বিরোধ চলে অাসছিল। এনিয়ে শুক্রবার প্রতিপক্ষ জাফর আলম শিক্ষক আনোয়ারুল করিমকে ঘর বাঁধতে বাঁধা দিয়ে মারপিট করার হুমকী দিলে সে গতকাল মহেশখালী থানায় গিয়ে জিডি করে আসে। তিনি থানা থেকে বাড়ী ফেরার পরপরই প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা করে মারপিট করে গুরুতর অাহত করে। তাকে উদ্ধার করতে গিয়ে হাবিবুর রহমান (২৭) ও জন্নাতুল ফেরদৌস (২২) নামের আরো দুজন আহত হয়েছে। তাদেরকে মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) শফিকূল আলম জানান, ঘটনার খবর পেয়েছি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।