প্রেস বিজ্ঞপ্তি :
মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের জন্য রোববার কক্সবাজার আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি সকাল ১১টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে সরাসরি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলে যাবেন। সেখানে তিনি শরর্ণার্থী রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও বিএনপির কনট্রোল রুমের সমন্বয়ক ইউসুফ বদরী জানান, আমির খসরু মাহমুদ চৌধুরী উখিয়ার বিভিন্ন ক্যাম্পে অবস্থান করা পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। একই সাথে সেনাবাহিনীর হাতেও ত্রাণ সামগ্রী হস্তান্তর করবেন।
২ অক্টোবর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন।সেখানে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজলসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা উপস্থিত থাকবেন।