খেলা ডেস্ক:

৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন উমর আকমল। ছবি: এএফপি৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটসম্যান উমর আকমল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আনুষ্ঠানিক বার্তায় কারণ হিসেবে কেন্দ্রীয় চুক্তি লঙ্ঘনের উল্লেখ রয়েছে। পরবর্তী ৩টি ম্যাচে, আন্তর্জাতিক হোক বা ঘরোয়া, নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ লাখ রুপি জরিমানাও গুনতে হবে তাঁকে। এ ছাড়া ২ মাসের জন্য তাঁকে বৈশ্বিক টি-টোয়েন্টি লিগে খেলার জন্য অনাপত্তি পত্র দেওয়া হবে না বলে জানিয়েছে পিসিবি। বিপিএলের পঞ্চম আসরে তাই খেলা হচ্ছে না এই ব্যাটসম্যানের।

১৩ আগস্ট জাতীয় দলের হেড কোচ মিকি আর্থারের বিপক্ষে বাজে ব্যবহারের অভিযোগ তুলে সংবাদমাধ্যমে কথা বলেন উমর। ১০ সেপ্টেম্বর উমর আকমলকে কারণ দর্শানোর নোটিশ দেয় পিসিবি। এ কারণেই তদন্ত শেষে এ রায় দেন পিসিবি সভাপতি নাজাম শেঠি।

জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ) মাঠে অনুশীলনে গিয়েছিলেন উমর। সেখানে দলের বিদেশি কর্মকর্তারা বাধা দিলে উমর আর্থারের সঙ্গে কথা বলেন। এরপর দুজন প্রধান নির্বাচক ইনজামাম উল হকের রুমে যান, যেখানে উপস্থিত ছিলেন এনসিএ প্রধান মুশতাক আহমেদ। উমর দাবি করেছেন, সেখানেও তাঁর সঙ্গে বাজে আচরণ করেছেন আর্থার।

এ প্রসঙ্গে আর্থার বলেন, ‘আমি কখনোই তাঁকে একাডেমি মাঠ ব্যবহার করতে নিষেধ করিনি। কিন্তু সে তো সহযোগী স্টাফদের তাঁর প্রয়োজনমতো ডেকে নিতে পারে না। এ সুবিধা শুধু চুক্তিভুক্ত খেলোয়াড়দের রয়েছে। তাকে আগে সেই অধিকার অর্জন করতে হবে।’ সূত্র: ডন, হিন্দুস্থান টাইমস

১৬ টেস্ট, ১১৬ ওয়ানডে আর ৮২টি টি-টোয়েন্টি খেলা এই মিডল অর্ডার ব্যাটসম্যান এর আগেও বেশ কয়েকবার নিষেধাজ্ঞা ও জরিমানার খাঁড়ায় পড়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক ঘটনাগুলো।

সালঘটনাশাস্তি
২০১০ভাই কামরান আকমলকে দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদ৬ মাসের নিষেধাজ্ঞা ও ২০ লাখ রুপি জরিমানা (পরে তুলে নেওয়া হয়)
২০১২আম্পায়ারদের অগ্রাহ্য করে গ্লাভস বদলম্যাচ ফির ৫০ শতাংশ কর্তন
২০১৪পুলিশের গায়ে হাত তোলেন১২ ঘন্টা কারাগারে আটক
২০১৪ফিটনেস পরীক্ষায় ফেলমাসিক বেতনের ২৫ শতাংশ কর্তন
২০১৫কায়েদ এ আজম ট্রফি খেলতে গিয়ে পার্টি ও মডেল র‍্যাচেল খানের সঙ্গে অশোভন আচরণ
২০১৬লোগো কেলেঙ্কারিদল থেকে বহিষ্কার
২০১৭ঘরোয়া টুর্নামেন্টে জুনায়েদ খানের সঙ্গে ঝগড়াম্যাচ ফির ৫০ শতাংশ কর্তন
২০১৭বোর্ডের কোড অব কন্ডাক্ট ভঙ্গ করা৩ ম্যাচ নিষিদ্ধ ও ১০ লাখ রুপি জরিমানা