জসিম উদ্দিন টিপু,টেকনাফ:
টেকনাফে রোহিঙ্গার হামলায় এক প্রবাসী আহত হয়েছেন। আহত প্রবাসীকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ২৯ সেপ্টেম্বর জুমাবার সন্ধ্যা ৭টার দিকে সি ব্লকের ১৫৩নং রুমের মৃত নজির আহমদের ছেলে বাইল্যা মাঝি, তার ছেলে শওকত আলী, আয়াত উল্লাহ ও ফয়েজ মুরব্বীর নেতৃত্বে উত্তর লেদা এলাকার মৃত উলা মিয়ার পুত্র সৌদি প্রবাসী নুরুল আলমকে লোহার রড় দিয়ে পিটিয়ে আহত করেছে। স্থানীয় লোকজন আহত প্রবাসীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাঁকে টেকনাফ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় মেম্বার নুরুল হুদা সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, বাইল্যা মাঝি এবং তার ছেলেরা রড দিয়ে পিটিয়ে আহত করেছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাইন উদ্দিন খাঁন জানান, এ বিষয়ে অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।
টেকনাফে রোহিঙ্গার হামলায় প্রবাসী আহত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।