ফ্রিল্যান্সার ডট কম এর ২৫ মিলিয়ন ইউজার উপলক্ষে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা “EXPOSE OUR LOGO-2017” “এক্সপোজ আও্আর লোগো-২০১৭” এর আয়োজন করা হয়। সেখানে সাকিব অংকুরের দল টিম সানারাসা বাংলাদেশ এর হয়ে অংশগ্রহন করে। যেখানে তারা ২৪০০ স্কয়ার ফিট একটি পাজেল লোগো তৈরী করে মাইলফলক সৃষ্টি করেছে। লোগো তৈরীর পর ১৫৮ জনকে নিয়ে একটি সাইকেল র‌্যালী করা হয়। আয়োজনটি করা হয় চাঁপাইনবাবগঞ্জ এর ছত্রাজিতপুর হাইস্কুলে।
এছাড়াও সারা ম্যাসব্যাপি ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জে ফ্রি সেমিনার ও ক্যাম্পেইন এর আয়োজন করে টিম সানারাসা। যেখানে প্রায় ২৫,০০০ মানুষ ফ্রিল্যান্সার ও আউটসোর্সিং সম্পর্কে জানতে পেরেছে। টিম সানারাসা তরুণদেরকে আউটসোর্সিং সম্পকে জানাতে চলতি বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে।
আয়োজকঃ সাকিব অংকুর