বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভির কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বকেয়া বেতন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলা টিভির এক সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে পরিবর্তন ডটকমকে জানান, তিন মাসের বেতন না পেয়ে কর্মীরা এই বিক্ষোভ করেছেন।
তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী বিগত ৩ মাস বেতন পাচ্ছেন না। কর্তৃপক্ষ বেতন দিচ্ছি, দেব করে তালবাহানা করছে।’
বৃহস্পতিবার বেতন বঞ্চিত কর্মীরা একযোগে আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে তারা অফিসে তালা ঝুলিয়ে দেন।
ওই সাংবাদিক আরও জানান, সর্বশেষ বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সামাদুল হক।
এ বিষয়ে সৈয়দ সামাদুল হক পরিবর্তন ডটকমকে জানান, উদ্ভুত পরিস্থিতি নিয়ে তিনি এখন বৈঠকে আছেন। পরে কথা বলবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।