প্রেস বিজ্ঞপ্তি:
শারদীয় দুর্গোৎসব হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। আর এই উৎসবের মধ্যে দিয়ে সকল সম্প্রদায়ের মানুষের মাঝে গড়ে উঠে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির সেতুবন্ধন। সেই বন্ধনকে আরো সুদৃঢ় করে এগিয়ে যেতে হবে। ধর্মীয় পত্রিকা “মাসিক মঙ্গল প্রদীপ” এর মোড়ক উন্মোচনকালে বক্তারা উপরোক্ত কথা বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশ, জেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তা বেন্টু দাশ, সাংবাদিক বলরাম দাশ অনুপম, জেলা হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শিপন পাল, দপ্তর সম্পাদক পরিধন কান্তি দে, সাংগঠনিক সম্পাদক জ্যোতি মল্লিক বাবু, সদস্য সুমন কান্তি দে, জেলা হিন্দু ছাত্র পরিষদের সভাপতি অন্তর দে বিশাল, পৌর ছাত্র পরিষদের আহবায়ক রাশেল দে প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।