সিবিএন:
কক্সবাজার সমুদ্র সৈকতে নারী পর্যটককে যৌন হয়রানী করার অভিযোগে মঞ্জুর মন্ডল (৪০) নামে যুবককে ৬ মাসের সাজা দিয়েছে জেলা প্রশাসনের মোবাইলকোর্ট।
বৃহস্পতিবার বিকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে অভিযানে এ দন্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহমেদ।
সাজাপ্রাপ্ত যুবক বগুড়া জেলার দুপচাচিয়া এলাকার মকবুল মন্ডলের ছেলে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, সাজাপ্রাপ্ত যুবক রংপুর থেকে আগত একজন নারী পর্যটককে যৌন হয়রানীর চেষ্টা করে। অভিযোগ পেয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে মোবাইলকোর্টের মোধ্যমে ৬ মাসের সাজা প্রদান করা হয়।
পর্যটকের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান রায়হান কাজেমী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।