বিনোদন ডেস্ক : বহু আলোচনা সমালোচনার মাঝে অবশেষে প্রচারিত হল “কাচা লঙ্কা” মুভির গানের প্রথম প্রোমো।
“আমি মহিলা” ব্যানারে এ মুভিটির প্রোমো ফেইসবুকে প্রথম প্রচারিত হবার পর থেকেই আলোচনায় আসে আকাশ সেনের চমৎকার এ গানটি। সেই সাথে আওয়াজ ওঠে গানটি নাকি ভিজুয়ালি ভীষন পিসফুল ।
সাম্প্রতিক কালের পরিচিত নায়ক রোজ, নায়িকা অথৈ মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি ডিরেকশন দিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার ক্রিয়েটিভ ডিরেক্টর , “আমি মহিলা” খ্যাত ডা: ইলা।
জানা গিয়েছে শুটিং এর ৩০% ইতিমধ্যে শেষ হয়েছে। শুটিং হয়েছে দোহার, শীতলক্ষ্যা, কুমিল্লা এবং সুন্দরবন এর কিছু লোকেশনে ।
পরিচালকের সাথে কথা বলে জানা গিয়েছে বাকি শুটিং এর বেশ কিছু অংশ হবে দেশের বাইরে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে। কিন্তু সঠিক কোন লোকেশনের কথা তিনি জানাতে চাননি।
তিনি সঠিক ভাবে কিছু না বললেও জানা গিয়েছে “কাঁচা লঙ্কা” গল্পটি মুলত দুজন মানুষের জীবন সংগ্রামের মাঝে মিস্টি ভালবাসার একটি ব্যতিক্রমধর্মী কাহিনী। চলিত ধারা থেকে ভিন্ন এ গল্পটি লিখেছেন ডা: প্রজন্ম খান এবং চিত্র নির্দেশনা করেছেন আলিম আব্দুল্লাহ।