প্রেস বিজ্ঞপ্তি :

আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, আপনারা নির্বিঘ্নে উৎসব পালন করুন প্রশাসন আপনাদের সার্বিক নিরাপত্তা দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যেভাবে দেশ পরিচালিত হচ্ছে এতে সারা বিশ্বে প্রসংশিত হয়েছেন তিনি। তাই দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হয়। ৭১ সালে জাতি ধর্ম নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলেই স্বাধীনতা পেয়েছিলাম। তাই ধর্ম যার যার দেশটা সবার এ নীতিতেই  নির্বিঘ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন।

তিনি গতকাল রাতে কুতুবদিয়ায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও সহায়তা বিতরণকালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌং, থানার অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডঃ ফরিদুল ইসলাম চৌং, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারন সম্পাদক নুরুচছফা বিকম, আবুল কালাম, সাইফুল আলম সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, জাহাঙ্গীর আলম, মিজবাহ উদ্দিন, যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটনসহ নেতৃবৃনন্দ।