সিবিএন ডেস্ক:
স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের কোচিং ও নোট-গাইড নির্ভরতা বাদ দেয়ার ক্ষেত্রে অধ্যক্ষদের কঠোর ভূমিকা পালন করতে হবে। শিক্ষা আইনে এ ব্যাপারে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের নিজস্ব ক্যাম্পাসে যেতে কোনো ধরনের গাফেলতি সহ্য করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে কেউ যেতে না পারলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। শিক্ষা নিয়ে কোনো ধরনের বাণিজ্যকে প্রশ্রয় দেয়া হবে না।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ‘উচ্চশিক্ষার মানোন্নয়নে কলেজ অধ্যক্ষের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটির ধানমন্ডিস্থ ক্যাম্পাসের সেমিনার হলে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন বিশ্বদ্যিালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খন্দকার মেজবাহ উদ্দীন আহমেদ।
আলোচনায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বেসরকারি কলেজের বেশ কয়েকজন অধ্যক্ষ অংশ নেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলরপ্রফসর ড. আবদুল রব।
ট্রাস্টি বোর্ডের আবুল বাশার খান, অধ্যক্ষ আলী আজম। লালমাটিয়া কলেজের অধ্যক্ষ ড. রফিকুল ইাসলাম, শাহ আলী কলেজ, লাঙ্গল কোর্ট কলেজের অধ্যক্ষও আলোচনায় অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বমানের শিক্ষার জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোকেও এগিয়ে আসতে হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব ক্যাম্পাসে যেতেই হবে : শিক্ষামন্ত্রী
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে