যুগান্তর :    বৈশ্বিক সক্ষমতা সূচকে এ বছর ৭ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক বা গ্লোবাল কম্পিটিটিভ ইনডেক্সে (জিসিআই) ২০১৭-১৮ বছরে বাংলাদেশ ১৩৭টি দেশের মধ্যে ৯৯তম অবস্থান পেয়েছে।

বুধবার বিশ্ব অর্থনৈতিক ফোরাম সারা বিশ্বে একযোগে এ সূচক প্রকাশ করেছে।

এ বছর ১৩৭ দেশের তথ্য নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

এতে দেখা যায়, দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রায় সব দেশেই সক্ষমতা সূচকে এগিয়েছে। সূচকে ভারতের অবস্থান ৪০তম। এ ছাড়া ১৫ ধাপ এগিয়ে ভুটানের অবস্থান ৮২তম, নেপালের অবস্থান ৮৮তম এবং পাকিস্তানের অবস্থান ১১৫তম।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০১৭-১৮ বছরের সক্ষমতা সূচকে শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ড, তাদের স্কোর ৫ দশমিক ৮। এর পরই রয়েছে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, জার্মানি, হংকং, সুইডেন, যুক্তরাজ্য, জাপান, ও ফিনল্যান্ড।