সিবিএন:

বিশ্ব পর্যটন দিবস আজ। জনসাধারণের মধ্যে পর্যটন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের মতো এ বছরও  জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭শে সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে টেকসই পর্যটন- উন্নয়নের মাধ্যম। এবারের প্রতিপাদ্য, আর্থ-সামাজিক উন্নয়নে টেকসই পর্যটন উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ পর্যটন সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

এ ছাড়া, পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এ দিবসের লক্ষ্য। দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় শহরের সুগন্ধা পয়েন্ট থেকে র‌্যালী বের হবে। জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালিটি হোটেল মোটেল জোন সড়ক হয়ে লাবণী পয়েন্টে পৌঁছে শেষ হবে। সেখানে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

উল্লেখ্য, ১৯৭০ সালের ২৭শে সেপ্টেম্বর সংস্থাটির বার্ষিক সম্মেলনের নাম, লক্ষ্য, উদ্দেশ্য পুনর্মূল্যায়ণ করা হয়। তখন থেকে এর নাম ‘বিশ্ব পর্যটন সংস্থা’ করার বিষয়ে সদস্যদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। নতুন নামে ১৯৭৪ সাল থেকে কার্যক্রম শুরু করে সংস্থাটি। ১৯৮০ সালের বার্ষিক সম্মেলনে ২৭শে সেপ্টেম্বর বিশ্বব্যাপী পর্যটন দিবস পালনের বিষয়ে ঐকমত্য হয়।