প্রেস বিজ্ঞপ্তি:
রামু’র বিশিষ্ট সমাজসেবক, প্রবীণ রাজনীতিবিদ, লম্বরী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি কলিম উল্লাহ কন্ট্রাক্টর ২৫ সেপ্টেম্বর সোমবার রাত ৭টা ৪০মিনিটে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৩ ছেলে, ৪ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। বিশিষ্ট এ মুরুব্বীর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার বাদে যোহর নিজ প্রতিষ্ঠিত লম্বরী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাযে জানাযা শেষে মরহুমকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
বিপুল সংখ্যক তৌহিদী জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত নামাযে জানাযার পূর্বে বক্তব্য রাখেন, রামু সদর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ, মরহুমের ছোট ভাই মাস্টার হাকিম মিয়া, বড় ছেলে ফতেখাঁরকুল ৩নং ওয়ার্ডের মেম্বার মোর্শেদুল আলম, এলাকার প্রবীণ আলেম মাওলানা আবদুর রাজ্জাক। এছাড়াও নামাযে জানাযায় কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক কোং, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মরহুমের ভাগিনা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এড. জিয়াউর রহমান সেলিম, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, রামু প্রবাসী কল্যাণ সংস্থা (মক্কা)’র সভাপতি আলহাজ¦ নুরুল হক নুরু, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস. মোহাম্মদ হোসেন, কক্সবাজার জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরসহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষানূরাগী, শিক্ষক, স্থানীয় ও সামাজিক নেতৃবৃন্দ শরীক হন।
এদিকে বিশিষ্ট শিক্ষানূরাগী, লম্বরী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি কলিম উল্লাহ কন্ট্রাক্টর এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাষ্টার আনোয়ারুল হক সিকদার, লম্বরী পড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মিজানুর রহমান, পরিচালনা কমিটির সভাপতি হাজী নুরুল আমিন, লম্বরী পাড়া খালেদ বিন ওয়ালিদ (র.) জামে মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা নুরুল আমিন, আবু তাহের, কমিটির সহ-সভাপতি শামশুল আলম মিস্ত্রী, লম্বরী পাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর পরিচালক ও লম্বরী ইসলামী পাঠাগারের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, দারুল কুরআন নূরানী একাডেমীর শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, খালেদ বিন ওয়ালিদ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক প্রমূখ। শোকপ্রকাশকারীগণ বলেন, মরহুম কলিম উল্লাহ কন্ট্রাক্টর ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নিষ্ঠাবান সমাজসেবক ও বিশিষ্ট শিক্ষানূরাগী। লম্বরী পাড়ার উন্নয়নের রূপকার হিসাবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। সমাজসেবা, মানবকল্যাণ ও শিক্ষার প্রসারে তাঁর অবদান প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই। উল্লেখ্য মরহুমের রুহের মাগফিরাত কামনায় রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসায় খতমে কুরআন ও তাহলীল আদায় করে বিশেষ মোনাজাত করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।