হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
এক শ্রেনীর ধান্ধাবাজদের স্বার্থ সিদ্ধিতে ছেদ পড়লেও রোহিঙ্গাদের মানবিক সহায়তায় সেনা বাহিনী মোতায়েন করার সুফল পেতে শুরু করেছেন রোহিঙ্গারা। উখিয়া ও টেকনাফ দুই উপজেলায় নতুন ও পুরাতন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সুষ্ঠু ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণে সেনা বাহিনীর তৎপরতায় শৃংখলা আসতে শুরু করেছে।

সরেজমিন দেখা গেছে, বিশৃংখলা নিয়ন্ত্রণ, শেড নির্মাণের পাশাপাশি ত্রাণ বিতরণ, রাস্তাঘাট সংস্কার, স্যানিটেশন, আশ্রয় কেন্দ্র নির্মাণ কার্যক্রম পরিচালনা করছেন বাংলাদেশ সেনা বাহিনী। এতে শৃংখলা ফিরে আসছে। ত্রাণ বিতরণেও শৃংখলা এসেছে। প্রধান সড়কের উভয় পাশে বসে থাকা, যত্র-তত্র জটলা এবং যানজট সৃষ্টি করে প্রধান সড়কের উপর ত্রাণ বিতরণ কমে গেছে। বিশৃংখলভাবে ত্রাণ বিতরণ করতে গিয়ে কাড়াকাড়ি, মারামারি, হতাহত, ত্রাণ লুট, তীব্র যানজট, হুড়োহুড়িতে সবলরা পায়, দুর্বলরা পায়না ইত্যাদি বন্দ হয়েছে। সব চেয়ে বড় বিষয় হচ্ছে রোহিঙ্গাদের মুখে মুখে বাংলাদেশ সেনা বাহিনীর প্রশংসা শোনা যাচ্ছে। রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে সেনা বাহিনীকে মানবিক সহায়তায় মোতায়েন করায় রোহিঙ্গারাও খুশী।

সেনা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, এনজিও, বিভিন্ন দাতা সংস্থা, ব্যক্তি, সংগঠন কাজ করে যাচ্ছেন।