জাহেদুল ইসলাম, লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি অভয়ারণ্যের ফুটের ঝিরি এলাকায় থেকে আজ ২৬ সেপ্টেম্বর দুপুরে অজ্ঞাত এক যুবকের বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি চুনতি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুল জলিল নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় কাঠুরিয়া প্রতিদিনের ন্যায় কাঠ কাটতে গেলর ঘটনাস্থলে এ যুবকের পঁচা লাশ দেখে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিকভাবে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সংক্রান্তে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে প্রকাশ, উদ্ধারকৃত লাশটি একজন পুরুষের। তার বয়স আনুমানিক ৪৫ বছর। ধারণা করা হচ্ছে আনুমানিক ৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। শরীরে পচন ধরায় কোন আঘাতের চিহ্ন সনাক্ত করা যায়নি। ঘটনাস্থল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকার পশ্চিমে অন্তত ১০ কিলোমিটার দূরে লোহাগাড়া-বাঁশখালী সীমান্তবর্তী স্থানে অবস্থিত বলে জানা গেছে। লাশের পরনে একটি পুলপ্যান্ট ছিল। গায়ে অন্য কোন কাপড় ছিলনা।
এ ব্যাপারে পুলিশী তদন্ত অব্যাহত রয়েছে বলে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই হেলাল উদ্দিন জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।