হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
টেকনাফেেে ররআছারবনিয়া লবণের মাঠ থেকে ৩ কোটি টাকা মুল্যের ১ লক্ষ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। ২৬ সেপ্টম্বর ভোর রাত সাড়ে ৪টার দিকে ইয়াবার বিশাল এ চালানটি উদ্ধার করা হয়। তবে রাতের অন্ধকারের সুযোগে ইয়াবা চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল এস এম আরিফুল ইসলাম জানান “বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাবরাং ইউপিস্থ আচারবুনিয়া লবণ মাঠ এলাকা দিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর গভীর রাতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরপাড়া বিওপির হাবিলদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল বর্ণিত এলাকায় গমন করতঃ লবণ মাঠের একপার্শ্বে অবস্থান নিয়ে ওঁৎ পেতে থাকে। ২৬ সেপ্টেম্বর রাত ৪.৩০ টায় টহল দল একজন লোককে একটি বস্তা মাথায় করে আসতে দেখে চ্যালেঞ্জ করে। এমতাবস্থায় বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা পাচারকারী তার মাথায় থাকা বস্তাটি ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে কর্দমাক্ত লবণ মাঠের মধ্য দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া বস্তাটি তল্লাশী করে ৩ কোটি টাকা মূল্যমানের ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে”। ##