বার্তা পরিবেশক :

বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন এর উদ্যোগে গত ৪ দিন ধরে রোহিঙ্গাদের মাঝে অর্ধ্ব কোটি টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ শেষে গতকাল ২৫ আগষ্ট অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা কক্সবাজার ইউনিট এর সভাপতি এক্স ক্যাডেট সার্জেন্ট মহিউদ্দিনের সভাপতিত্বে, সুমন দে’র সঞ্চালনায় সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব মাহবুব আলম। বক্তব্য রাখেন এক্স ক্যাডেট আন্ডার অফিসার মোঃ কাইছারুল ইসলাম, এক্স ক্যাডেট আন্ডার অফিসার ্আরিফ। আরো বক্তব্য রাখেন ক্যাডেট সার্জেন্ট কায়ছার হামিদ, সাদ্দাম, রানা, রিফাত, হাসিব, সাজ্জাদ, সানজিদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সারাদেশে বিএনসিসির ক্যাডেটরা আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যাহা মাননীয় প্রধান মন্ত্রীর সামরিক সচির মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদিন উখিয়া-টেকনাফে অবস্থানরত রোহিঙ্গা শরণ্র্থাীদের পরিদর্শনে এসে বিএনসিসির ক্যাডেটদের সাথে মত বিনিময়কালে প্রশংসা করে বলেছেন। বিএনসিসির ক্যাডেটরা দেশের দুর্যোগ মুহোর্তে এগিয়ে এসে দুর্যোগ মুকাবেলায় গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে।