মোহাম্মদ হোসেন,হাটহাজারী,
কক্সবাজারের উখিয়া উপজেলায় অপহৃত স্কুলছাত্রীকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের মাহমুদাবাদ থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে থানা পুলিশ অভিযুক্ত জাহেদুল ইসলাম জিসান (২৪)কে আটক ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে । সে কক্সবাজার পৌরসভার বড়বাজার এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, অপহরণ মামলায় জিসানের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।যার কারনে অভিযান পরিচালনা করে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং জিসানকে আটক করতে সক্সম হয়েছি। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।##