শাহেদ মিজান, সিবিএন:
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এ্যাজমা রোগে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন। বর্তমানে তাকে ডিজিটাল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মইন উদ্দীন জানান, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের দীর্ঘদিন ধরে এ্যাজমা রোগের সমস্যা রয়েছে। তিনি টানা গত ৫/৬ দিন ধরে রাতদিন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সেবায় কাজ করেছেন। এর ফলে এ্যাজমা বেড়ে গিয়ে তিনি অসুস্থ্য বোধ করেন। এক পর্যায়ে এই রোগের উপসর্গ হিসেবে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। এই জন্য সোমবার সন্ধ্যার দিকে কক্সবাজার ডিজিটাল হাসপাতালে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ইশতিয়াক আহমেদ জয়কে অক্সিজেনের মাধ্যমে পরিচর্যায় রাখা হয়েছে। এছাড়াও নিয়মিত চিকিৎসা দেয়া হচ্ছে। অবস্থা উন্নতির দিকে রয়েছে।
এদিকে ইশতিয়াক আহমেদ জয়ের অসুস্থতা খবর পেয়ে ছাত্রলীগে বিভিন্ন স্থরের নেতা ও কর্মীরা তাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন। তাঁর রোগমুক্তি কামনায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।