সংবাদ বিজ্ঞপ্তি
মিয়ানমারে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বেসরকারী সংস্থা গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা (গাস)।
বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় রবিবার সংস্থাটি উখিয়ার কুতুপালং-১ ও পানবাজার বালুখালির অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা শরর্নাথীদের মধ্যে ৩৬৫ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি প্যাকেটে ১৫ কেজি আতপ চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি পিয়াঁজ, ২ লিটার রান্না করার তেল, ৩ কেজি আটা, ১ কেজি সুজি, ৫০০ গ্রাম গুড়া দুধ, ১ কেজি লবন, ২টি সাবান, ১ জোড়া বাটা স্যান্ডেল, ডাবল মশারী, ডাবল কম্বল ছিল। ত্রাণ সামগ্রী বিতরণকালে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা (গাস) এর এস এম মঈনুর রহমানসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।