অনুপম বড়ুয়া টিপু, ফ্রান্সের প্যারিস থেকে:
রোহিঙ্গাদের বাঁচাও, বিশ্ববিবেক জাগাও গণহত্যা বন্ধে মিয়ানমারকে বাধ্য কর এই দাবীতে ফ্রান্সস্থ বাংলাদেশী প্রগতিশীল শিল্পী-কর্মী বৃন্দ প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে আয়োজন করল সংহতি সমাবেশ।
গত কয়েকদিন ধরে আরাকান রাজ্যে রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হামলা, নির্যাতন, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও গণহত্যা চালাচ্ছে সে দেশের সরকারের মদতপুষ্ট সেনাবাহিনী দ্বারা নির্যাতন বন্ধ এবং জাতিসঙ্ঘের মহাসচিব কফি আনানের কমিশন বাস্তবায়নের দাবীতে এই সংহতি সমাবেশ।
গতকাল ২৪ সেপ্টেম্বর ২০১৭ রবিবার স্থানীয় সময় বিকাল ৫ টায় এই সংহতি সমাবেশে সংহতি প্রকাশ করতে আসেন অবারভিলিয়ে শহরের সহকারী মেয়র ফেতী সোদে এবং সহকারী মেয়র নুরুদ্দিন কাদের। এছাড়া আরোও সংহতি প্রকাশ করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফ্রান্স শাখার সম্পাদক আহাম্মেদ আলী দুলাল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের ফ্রান্স শাখার সংগঠক আয়মান মাসুক মামুন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ফ্রান্স সংসদের সভাপতি কিরণময় মণ্ডল, বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স কমিটির সভাপতি রমেন্দ্র কুমার চন্দ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী ফ্রান্স শাখার সংগঠক সাখাওয়াত হোসেন হাওলাদার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখার আহবায়ক নিলয় সুত্রধর সুমন, তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখার আহবায়ক ফাহাদ রিপন, তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্টী ফ্রান্স এর সাধারণ সম্পাদক প্লাশিড রিবেরু শিপন, বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স কমিটির সহসভাপতি রহমত উল্লাহ চৌধুরী সুজন, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম, ইপিএস বাংলা কমিউনিটির নির্বাহী সমন্বয়ক এলান খান চৌধুরী, উদীচী ফ্রান্স সংসদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জহির হোসেন ভুইয়া, ফ্রান্স সংসদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রজত রায় রাজু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সুব্রত ভত্তাচার্য শুভ, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও নাট্যকর্মী প্রকাশ চন্দ্র রায়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আরছউধুরী্ ফ্রান্স এর আদিবাসী সেবাস্তিন বুনো, প্রগতিশীল সাংস্কৃতিক কর্মী জুয়েল দাশ রায় লেনিন, শুভাশিষ রায় শুভ, তপু বড়ুয়া, রাজু আহেম্মেদ সহ প্যারিসস্থ বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ, প্রগতিশীল সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ এই সংহতি সমাবেশে যোগদেন।
সমাবেশ থেকে রোহিঙ্গা সমস্যা সমাধানের লক্ষে মায়ানমার সরকারের প্রতি দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার আহবান জানান এবং পৃথিবীর যে কোন প্রান্তে মানবতা প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশী প্রগতিশীল শিল্পী-কর্মী বৃন্দ কাজ করবে বলে আশা ব্যাক্ত করেন।