প্রেস বিজ্ঞপ্তি :
আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। মঙ্গলবার মহাষষ্ঠির মাধ্যমে এই পূজার আনুষ্ঠিকতা শুরু হবে। এদিন মঙ্গলবার সকাল ১০ টায় কক্সবাজার শহরের গোলদিঘীর পাড়স্থ ইন্দ্রসেন দুর্গাবাড়ি থেকে জেলার সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী পরিষদের সকল কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, উপদেষ্টা মন্ডলির সদস্যবৃন্দ, কক্সবাজার সদর ও কক্সবাজার পৌর পূজা কমিটির সকর কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং কক্সবাজার পৌরসভার আওতাধীন কর্মকর্তা এবং সদস্যবৃন্দ ও পূজার সহিত সংশ্লিষ্ট পুরোহিত, ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন মঠ মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দকে যথাসময়য়ে শারদীয় দুর্গাপাূজার উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ এবং সাধারণ সম্পাদক বাবুল শর্মা বিশেষভাবে অনুরোধ করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।