এম.মনছুর আলম, চকরিয়া:
চকরিয়ায় ডুলাহাজারা রিংভং ছগিরশাহ কাটা এলাকায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া প্রতিবন্ধী ছাত্রী ধর্ষণের ঘটনার আসামী জিয়াউল করিম প্রকাশ জিয়াউল হক(৩২)কে চট্রগ্রামের চান্দগাঁও থানাস্থ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃত আসামী উপজেলার ডুলাহাজারাস্থ রিংভং ছগিরশাহ কাটা সোয়াজনিয়া এলাকার নুরুল কাদেরর পুত্র।

থানা ও পুলিশ সুত্রে জানাগেছে, সম্প্রতি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটা এলাকায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে।এ নিয়ে ধর্ষণের শিকার আক্রান্ত পরিবার চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। এর প্রেক্ষিতে চকরিয়া থানার উপ-পরিদর্শক(এস আই) আবদুল খালেক ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে চট্রগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাস্থ বেপারী পাড়া এলাকায় শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধৃত আসামী জিয়াবুল করিমকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্বে দেয়া চকরিয়া থানার এস আই আবদুল খালেক বলেন,প্রতিবন্ধী এক স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী জিয়াউল করিম প্রকাশ জিয়াউল হক চট্টগ্রামের চান্দগাও থানাস্থ বেপপারী পাড়া এলাকায় একটি বাড়িতে অবস্থান নেয়ার সংবাদ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামী জিয়াউল করিমকে শনিবার ভোর রাত ৪টার দিকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৈধুরী বলেন,পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্রগ্রামের চান্দগাঁও এলাকা থেকে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেপ্তার করা হয়।ধৃত আসামীকে আদালতে মাধ্যমে প্রেরণ করা হয়েছে।