জসিম উদ্দিন টিপু, টেকনাফ: 

কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে পুলিশ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে। জানা যায়, রোববার সকালে সিএনজি গাড়ীতে করে তিন যুবক ইয়াবা নিয়ে যাচ্ছে সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে বাহারছড়া পুলিশ শামলাপুর গুচ্ছগ্রাম এলাকাস্থ মেরিন ড্রাইভ সড়কে কক্সবাজার গামী সিএনজিটি সিগন্যাল দিলে তিন যাত্রীর একজন দ্রুত পালিয়ে গেলেও ৮শ পিচ ইয়াবাসহ দুই যুবককে আটক করেন। আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভার পুরতান পল্লানপাড়া এলাকার হামিদ হোসনের পুত্র মো: আজিজ (২৫) ও জহির আহমদের পুত্র মো: পারভেজ (১৯) কে হাতে নাতে আটক করেন। তাদের স্বীকারোক্তি মতে টেকনাফ পৌরসভার কে.কে পাড়ার মৃত আফজলের পুত্র শামসুল আলম প্রকাশ পুতুইক্যা ওরফে আপ্পুস (২৫) কে পলাতক আসামী দেখিয়ে ধৃতদের মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাইন উদ্দিন খাঁন সংবাদের সত্যতা নিশ্চিত করেন।