বার্তা পরিবেশক :

আজ ২৪ শে সেপ্টেম্বর জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপির নেতৃত্বে ১৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ দুপুর ১টায় বালুখালিস্থ হাকীমপাড়া রোহিঙ্গা স্মরণার্থী শিবিরে ত্রাণ বিতরন করবেন। ত্রাণ বিতরন শেষে দুপুর ২টায় কুতুপালং রেজিষ্টাড রোহিঙ্গা স্মরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে গুরুত্বপূর্ণ মত বিনিময় করবেন, একই দিন সন্ধ্যা ৭টায় স্থানীয় হিলটপ সার্কিট হাউস সম্মেলন কক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহযোগে কক্সবাজার জেলা জাসদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করবেন। জাসদ সভাপতির সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত থাকবেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আকতার এমপি. কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড: রবিউল আলম, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপাচার্য্য জাসদ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড:আনোয়ার হোসাইন ঢাকা মহা নগরের সমন্বয়ক ও জাসদ স্থায়ী কমিটির সদস্য মীর হোসেন আকতার, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আকতার, ওবাইদুর রহমান চুন্নু, রোকনুজ্জামান, সওকত রায়হান, গাজীপুর মহানগর সভাপতি রাশেদুল হাসান রানা, নারী জাসদ নেত্রী জেরিন রায়হান, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কার্যনির্বাহী কমিটির সভাপতি শামসুল আলম সুমন প্রমূখ। কর্মসূচী সমুহতে জাসদ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিত থাকার জন্য কক্সবাজার জেলা জাসদের সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল ও সাধারণ সম্পাদক, এড. আবুল কালাম আজাদ বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।