বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে ধর্ম যার যার উৎসব সবার। সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা জেলাব্যাপি উৎসব মূখর পরিবেশে পালনের মধ্যে দিয়ে আবারও জানান দিতে হবে সম্প্রীতির বন্ধনকে। আর এ জন্য সকল রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে এক সাথে কাজ করতে হবে। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার রাতে লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম মন্দির প্রাঙ্গনে আয়োজিত সর্বদলীয় মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল শর্মার পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বক্তারা আরো বলেন-ধর্মের নামে কোন বিভাজন হতে পারে না, এটাই আমাদের মুক্তিযুদ্ধের শিক্ষা। মুক্তিযুদ্ধে সকল ধর্মের মানুষের আত্মত্যাগের মাধ্যমে বাঙালি জাতিসত্ত্বার বিজয় ছিনিয়ে এনেছে। তাই মানুষে-মানুষে মিলনের ধর্মের যে মর্ম বাণী তা সমাজে অবশ্যই প্রতিষ্ঠিত এই দুর্গোৎসবের মাধ্যমে। মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন-জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মহিলা সংসদ সদস্য খোরশেদ আরা হক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) ফোরকান আহমদ, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শহর জাসদের সভাপতি মোহাম্মদ হোসেন মাসু, জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, জেলা যুব সংহতির সভাপতি শহিদুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক নুরুচ্ছফা সাগর, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আতিকুর রহমান। উপস্থিত ছিলেন-জেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্ঠা সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, সুনিল দত্ত, অধ্যাপক বিপ্লব কান্তি দে, সমীর পাল, জেলা পুজা কমিটির সহ-সভাপতি রতন দাশ, অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, সাংগঠনিক সম্পাদক স্বরুপম পাল পাঞ্জু, জেলা কর্মকর্তা বেন্টু দাশ, এডভোকেট প্রতিভা দাশ, সনজিত চক্রবর্তী, স্বপন দাশ, বিপ্লব মল্লিক, প্রবীর পাল, ডাঃ নারায়ন শর্মা, বিশ্বজিত পাল বিশু, সদর পুজা কমিটির সভাপতি দীপক দাশ, পৌর পুজা কমিটির সভাপতি ডাঃ চন্দন দাশ, সাধারণ সম্পাদক স্বপন গুহ, সাংবাদিক বলরাম দাশ অনুপম, মিলন দাশ, বাবলা পাল, শাওন চক্রবর্তী, জনি ধর, মিটন পাল, কাঞ্চন দাশসহ জেলা, সদর, পৌর পূজা কমিটির নেতৃবৃন্দ।