প্রেস বিজ্ঞপ্তি:
মহেশখালী উপজেলার বড় মহেশখালীর বহুল পরিচিত বাকপ্রতিবন্ধী নুরুল অামিন (১৩) প্রকাশ বোগা অামিন ৬দিনেও ফিরে অাসেনি।
এ বিষয়ে তার পিতা কামাল বাদী হয়ে ২২সেপ্টম্বর ১৭ইং মহেশখালী থানায় হারানো ডায়রী দায়ের করেছে যার নং ৫৯০। পারিবারিক সুত্রে জানাযায়,বোগা নুরুল অামিন ১৮ সেপ্টম্বর সোমবার দুপুর ১টায় বড় মহেশখালী ছোট কুলাল পাড়া এলাকার বাবার বাড়ি থেকে বাহির হয়ে অার ফিরেছিস অাসেনি। ২ নিখোজ থাকার পর সম্ভাব্য সকল স্থানে খোজ নেওয়ার পর কোথাও না পাওয়ায় ২০সেপ্টম্বর সমগ্র মহেশখালীতে মাইকিং করে বোগা অামিনের সন্ধান পাওয়া যায়নি। নিখোজ বোগা নুরুল অামিন বড় মহেশখালীর ছোট কুলাল পাড়া গ্রামের পিতা কামাল উদ্দিন ও মাতা পারভিন অাকতারের পুত্র। তার গায়ে সবুজ রং হাপ গেন্জী,জিন্সের ফোল পেন্ট রয়েছে। অাংশিক হাবা বোবা ভাবে কথা বলার চেষ্টা করে। কোন সুহ্নদয় ব্যক্তি সন্ধান পেলে নিন্মের মোবাইল নাম্বারে জানানোর জন্য অনুনোধ জানিয়েছেন।০১৮৫৮৩৪৪৫৮৪, —–০১৮৩৮৬৩১২৬২ তার বাবা কামাল উদ্দিন ও ভাই নুরুল অাবছার।
বড় মহেশখালীর বাকপ্রতিবন্ধী নুরুল অামিন ৬দিনেও ফিরে অাসেনি
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে