প্রেস বিজ্ঞপ্তি:

জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত শনিবার বিকাল ৪টায় কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে নির্যাতিত রোহিঙ্গাদের সহায়তা ও প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন ও সংগঠনকে গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি শফিকুল ইসলাম কালু, সহ-সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক জিন্নাত আলী, দপ্তর সম্পাদক ওসমান গণি, জেলা শাখার সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, চকরিয়া উপজেলার আহবায়ক জামাল উদ্দিন, উখিয়া আহবায়ক সরওয়ার কামাল পাশা, কুতুবদিয়ার আহবায়ক নুরুƒল ইসলাম, ঈদগাঁও সাংগঠনিক উপজেলার আহবায়ক আমজাদ হোসেন ছোটন রাজা, সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক বান্টি, রামুর আহবায়ক শফিকুল ইসলাম কাজল, পেকুয়ার আহবায়ক নুরুল আবছার। নেতৃবৃন্দ বলেন-বিশ্ব মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে শ্রমিকলীগের সকল নেতাকর্মীদের নির্যাতি অসহায় রোহিঙ্গাদের পাশে থেকে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে কাজ করতে হবে। পাশাপাশি জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আগামী ডিসেম্বর মাসের মধ্যে সকল সাংগঠনিক উপজেলার সম্মেলন সম্পূর্ণ করার জন্য প্রত্যেক উপজেলাকে নিজ নিজ প্রস্তুতি গ্রহণ করতে নির্দেশনা প্রদান করা হয়।

জেলা শাখার সদস্য ফরিদুল আলম এর কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া উক্ত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন-যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন, যুগ্ম সম্পাদক মোঃ ইউনুছ, দুলাল কান্তি পাল, মহিলা বিষয়ক সম্পাদিকা রওশন আরা, সহ-দপ্তর সম্পাদক নুরুল আলম নুরু, সহ-ক্রীড়া সম্পাদক একরাম চৌধুরী, জেলা শাখার সদস্য রহিম উল্লাহ সিকদার, সাদ্দাম হোসেন, মঞ্জুর আলম, আরিফুল ইসলাম, চকরিয়া পৌরসভার সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধলু, মহেশখালী উপজেলার সদস্য সচিব সরওয়ার আলম, রামু উপজেলার যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, শাহাবুদ্দিন, জাহাঙ্গীর আলম, চকরিয়া উপজেলার যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, উখিয়া উপজেলার সদস্য সচিব গিয়াস উদ্দিন সুজন, মিনহার শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈয়দুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, আবাসিক হোটেল শ্রমিকলীগের সহ-সভাপতি এস.এম. নজিবুল ইসলাম, সেলুন কর্মচারী শ্রমিক লীগের আহবায়ক আপন শীল, সদস্য সচিব রাসেল কান্তি শীল, কৃষি খামার শ্রমিকলীগের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।