প্রেস বিজ্ঞপ্তি:
আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন কার্যক্রম চলছে এতে যুব সমাজকেই ভুমিকা রাখতে হবে। তাই দলের কার্যক্রমকে বেগবান করতে যুবলীগের বিকল্প নেই। সম্প্রতি দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহযোগীতায় যুবলীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে মানবতার ‘মা’ হিসাবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন। তিনি রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ করেছেন। অপরদিকে যারা ভোট আসলে ধর্ম নিয়ে নানা অপ-পচার চালায় তাদের কোন দেখা নেই। মিয়ানমারে এত মুসলিম নিহত হল তারা নিরব কেন? তাদের এ নিরবতার মধ্যে অনেক রহস্য আছে। আসুন আমরা এই অপ-প্রচারকারীদের বিরুদ্ধে রুখে দাড়াই, নির্যতিত মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকি। তিনি গতকাল বিকাল ৫টায় মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড যুবলীগের সম্মেলনের প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহেদ বক্স এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম। এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এডঃ শেখ কামাল। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ব্রজগোপাল ঘোষ, বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক এনামুল করিম,ডাঃ ওসমান সরওয়ার, জাফর আলম জফুর, জিল্লুর রহমান মিন্টু, সামিদুল ইসলাম, সাইফুল ইসলাম রায়হান, মাহবুবুব আলম, সরওয়ার কাইছার ছিদ্দিকী সোহেল, শাহরিয়ার চৌধুরী, কষ্ট বেলাল, উপজেলা শ্রমিক লীগের নজরুল ইসলাম, কৃষকলীগের জালাল আহমদ, শাহনেওয়াজ, শাহজাহান, নজরুল ইসলাম, নুর মোহাম্মদ বাদশা, সাহেল মোঃ আশেক ও সাদ্দাম হোসেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।