ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়ায় আবুল কাশেম প্রকাশ কাছিম নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শনিবার (২৩সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজাখালী ইউনিয়মের বামলা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কাশেম একই এলাকার মৃত বজল আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে কর্মস্থলে যাবার পথে একই এলাকার মোহাম্মদ শফির ছেলে কামাল হোসেন সহ আরো দুই ব্যক্তি আবুল কাশেমের উপর হামলা চালায়। হামলাকারীদের কিরিচের কোপে তিনি গুরুতর আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, আহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।