শামসুল আলম শারেক, টেকনাফ:
মেধাবী শিক্ষক এবং বহু পুস্তকের প্রণেতা অধ্যাপক মাওলানা মো: আয়ুব আর নেই। তিনি বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……….রাজেউন)। অধ্যাপক আয়ুব দীর্ঘদিন ধরে ফুসফুস, জন্ডিস, ডায়বেটিস রোগে ভুগছিলেন। তিনি ঢাকার পিজি হাসাপাতালেও বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। এদিকে মেধাবী শিক্ষক অধ্যাপক আয়ুবের মৃত্যুতে দক্ষিণ চট্টগ্রামের ছাত্র ও শিক্ষক সমাজের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আজ বিকাল ৩টায় চুনতি ঐতিহাসিক সীরাত মাহফিল মাঠে তাঁর নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। অধ্যাপক আয়ূব চট্টগ্রাম সরকারী কলেজ থেকে বিএ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেনীতে আরবী সাহিত্য বিষয়ে মাস্টার্স, চুনতি হাকিমিয়া আলীয়া মাদরাসা থেকে কৃতিত্বের সাথে কামিল পাস করেন। সুদীর্ঘ ২৯ বছরের শিক্ষকতা জীবনে তিনি টেকনাফের ঐতিহ্যবাহী রঙ্গিখালী দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদরাসায় আরবী প্রভাষক, চট্টগ্রাম লোহাগাড়া ছুফিয়া আলিয়া মাদরাসার আরবী বিভাগের সহযোগী অধ্যাপক (বিভাগীয় প্রধান) পদে মৃত্যুর আগ পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি বহু গ্রন্থের প্রণেতা। তাঁর রচিত গ্রন্থের মধ্যে তাফহীমুন নাহু বৃহত্তর চট্টগ্রামে সিলেবাসভুক্ত। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, এক ভাই, দুই বোন, আত্মীয় স্বজন, অসংখ্য ছাত্র/ছাত্রী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক মাওলানা মো: আয়ুব আর নেই , জানাজা ও দাফন সম্পন্ন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।