সংবাদদাতা
মাদক সেবন ও বিক্রির অভিযোগে টেকনাফের হ্নীলা ইউপির সাবেক এক নারী সদস্যের ছেলেকে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্ত রায়হান সিদ্দিক সাকিল (২২) ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।
তার মা হ্নীলা ইউনিয়নের সাবেক নারী সদস্য আনোয়ারা সিদ্দিকা।
তিনিও ইউপি সদস্য থাকাকালে মাদকসহ আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে বলে জানা গেছে।
সাজাপ্রাপ্ত রায়হান সিদ্দিক সাকিবকে শুক্রবার কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার রাতে মধ্যম হ্নীলা এলাকা থেকে তাকে আটক করে সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন সিদ্দিক।
একই অভিযোগে ভ্রাম্যমান আদালত মোহাম্মদুল হক ও টিটু নামে আরো দুই জনকে ৬ মাস করে সাজা দিয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন সিদ্দিক সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।