শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হাইয়েস গাড়ীর ধাক্কায় গুরুতর আহত হয়েছে দুই ব্যক্তি। তবে তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ২১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০.২৫ মিনিটের দিকে ইসলামাবাদ ঢালার ডোয়ার নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।আহতরা হল ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার আবুল কালামের পুত্র জাবের আহমদ, নুরুল ইসলামের পুত্র আবুল ফয়েজ।স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈদগাহস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়,ঘটনার সময় আহত দুই ব্যক্তি বাজার থেকে ঘরে ফিরছিল তৎমধ্যে একজন অটো রিক্সা চালকও রয়েছে।ঘটনাস্থল পৌছা মাত্র বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা হাইয়েস মাইক্রোবাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলের মাটিতে লুটে পড়ে।স্থানীয় এমইউপি আবদু শুক্কুর জানান,প্রথমে স্থানীয়রা আহত দুই ব্যক্তি মারা গেছে মনে করছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর নিশ্চিত হওয়া গেছে তখনো মারা যায়নি।এ রিপোর্ট লিখা পর্যন্ত ঘাতক হাইয়েসটি জব্দ করা গেলেও পালিয়ে গেছে চালক।এবং তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।