“সুষ্ঠু সংস্কৃতি হোক সমাজের অসংগতি দূরীকরণের হাতিয়ার” এ শ্লোগানকে সামনে রেখে চকোরী সাংস্কৃতিক একাডেমীর উদ্যোগে ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় চকরিয়ার অভিজাত রেষ্টুরেন্ট গ্রীন চিলি কনভেনশন হলে “চকোরী মেধা অন্বেষন বৃত্তি পরীক্ষা” উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। কাকারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাঃ জি.এম রুকন উদ্দীনের সভাপতিত্বে ও শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বরইতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোরশেদুল আলম। অনুষ্টানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চকোরী সাংস্কৃতিক একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষক এফ.এম এরফানুল হক। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চকরিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদ্মলোচন বড়–য়া, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আব্দুল মজিদ, বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ার ইসলাম, বি.এম.চর বেতুয়ারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আনোয়ার ছাদেকী, মধ্যম কাহারিয়াঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন, নিজপানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ রেজাউল করীম আজাদ, কাকারা কল্লোল আর্দশ সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন চৌধুরী, শাহারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহীম, ইলিশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, বদরখালী লিটল জুয়েলস সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিনহাজ উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি জহিরুল আলম সাগর, অর্থ সম্পাদক একে.এম বেলাল উদ্দিন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক বিএম হাবিব উল্লাহ, সময়ের সংবাদের সম্পাদক শাহরিয়ার মাহমুদ রিয়াদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। সভায় বক্তারা চকোরী সাংষ্কৃতিক একাডেমীর গৃহীত কর্মকান্ড নিয়ে সন্তোষ্ট প্রকাশ করেন এবং আসন্ন “চকোরী মেধা অন্বেষন বৃত্তি পরীক্ষা” সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পীরে কামেল আল্লামা হাবিবুর রহমানের জন্য চকরিয়ার সকল মসজিদে আজ জুমার

নামাজে বিশেষ দোয়ার আহবান

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চকরিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা দেশবরণ্য বর্ষিয়ান আলেম, পীরে কামেল শাহসুপী, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হযরতুল আল্লামা শাহ মাওলানা হাবিবুর রহমানের রূহের মাগফিরাত ও বেহেস্তের সর্বোচ্চ সম্মান কামনায় চকরিয়া উপজেলার সকল মসজিদে আজকের জুমার নামাজে বিশেষ দোয়া করার আহবান জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চকরিয়া উপজেলা শাখার সভাপতি ও চকরিয়া আনওয়ারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা রুহুল কুদুছ আনোয়ারী আল আজাহারী উক্ত আহবান জানিয়েছেন।

অপরদিকে পীর কামেল মাওলানা শাহ হাবিবুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চকরিয়া ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা হাফেজ সিরাজ উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা জামাল হোছাইন নুরী, সহসভাপতি মাওলানা জসিম উদ্দিন, মাওলানা হাফেজ আবুল হাসেম, লাইব্রেরীয়ান হাফেজ নোমান শিবলী, মাওলানা মিনহাজ উদ্দিনসহ ওলামা ঐক্য পরিষদের সদস্যবৃন্দরা।