প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজারের রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর বৃহষ্পতিবার সকালে বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত এ সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মফিজুল ইসলাম সভাপতিত্ব করেন। তিনি বলেন শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি দর্পণ বড়–য়া। তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের অভিনন্দন জানান। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, শিক্ষক মাওলানা বখতেয়ার আহমদ, শিক্ষক ছৈয়দুল আলম, শিক্ষিকা নাজনীন আকতার মেরি প্রমুখ। সভায় জানানো হয়, বর্তমান শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষা খাতে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষা খাতে উন্নয়নে সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ইতিমধ্যেই রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় সরকারীকরনে ৯৯ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।