প্রেস বিজ্ঞপ্তি:
উচ্চ শিক্ষার মানসে চীনের সানদং বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছেন টেকনাফ সাবরাং ইউনিয়ন শাহপরীর দ্বীপের মোহাম্মদ শফির পুত্র মুহাম্মদ আনোয়ার হোসেন। তিনি কক্সবাজার সরকারি কলেজ থেকে বিএসএস সম্মান শেষ করে চীনের সানদং বিশ্ববিদ্যালয়ে দু-বছরের এম এস প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রোগরামের জন্য চলতি বছরের শুরুর দিকে আবেদন করেন। গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে স্কলারশিপ দিয়ে সানদং বিশ্ববিদ্যালয়ের এডমিশন অফার লেটার প্রেরণ করলে সেখানে যাওয়ার জন্য তিনি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেন। অফার লেটারটি পেয়ে তিনি চীনের এম্ব্যাসির ভিসা প্রসেসিংয়ের প্রয়োজনীয় কাজ সম্পাদন করেন এবং আগামীকাল ২২ সেপ্টেম্বর শুক্রবাব বিকালে চীনের উদ্দ্যেশ্যে গমন করবেন। সময় স্বল্পতার কারণে অনেক নিকটস্থদের সাথে সাক্ষাত করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি। যেন ভবিষ্যতে উচ্চ শিক্ষার্জন করে জাতি গড়ার ভুমিকায় অবতীর্ণ হতে পারেন। উল্লেখ্য তিনি ২০১০ সালে শাহপরীর দ্বীপ উচ্চ বিদ্যালয় হতে এস এস সি এবং ২০১২ সালে টেকনাফ সরকারি কলেজ হতে এইস এসসিতে ভালোফলাফল অর্জন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।