শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর:

কক্সবাজার সদরের জালালাবাদের আলোচিত শামশু হত্যার এজাহার নামীয় ও সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ সেপ্টেম্বর পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হল জালালাবাদ বাহার ছড়া এলাকার মৃত আবদুর রহমানের পুত্র নুরুল হক(৪০),  ঈদগাঁও ইউনিয়েনর শিয়া পাড়া এলাকার মোজাফ্ফর আহমদের পুত্র ৬ মাসের সাজাপ্রাপ্ত মাহমুদুল হক।

পুলিশ সুত্র জানা যায়, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই জাহাঙ্গীরর আলম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রামু রশিদ নগর নতুন বাজার এলাকার থেকে তাকে গ্রেফতার করে। অপরদিকে এএসআই লিটনুর রহমান জয়,নছিমুদ্দীন অভিযান চালিয়ে বাসষ্টেশন এলাকা থেকে বন মামলার ছয় মাসের সাজাসহ আরও একটি মামলার আসামী মাহমুদুল হককে গ্রেফতার করে।এসআই জাহাঙ্গীর আলম জানায়,জালালাবাদের চাঞ্চল্যকর শামশুল আলম হত্যা মামলার এজাহার নামীয় আসামী নুরুল হক ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে।তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খাইরুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার দিকে জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শামশুল আলম খুন হয়।পরদিন নিহতের ভাইপো আশকর আলী বাদী হয়ে ৮ জনকে এজাহারভুক্ত  ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন(যার নং ৯০৯)।উক্ত মামলা ঘাতক ও অপরাপর আসামীরা এক সপ্তাহ পার হলেও গ্রেফতার হয়নি।উক্ত মামলার আসামিরা বাদীকে হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অপরদিকে উক্ত মামলায় আজিজুল হক নামের এক যুবককে প্রতিহিংসা পরায়ন হয়ে আসামি করায় এলাকাবাসীর মাঝে ছাপাক্ষোভ বিরাজ করছে।