যুগান্তর :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশ’ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক জোট বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি)। জোটের নেতাদের দাবি, ৫০টি রাজনৈতিক দল ও সংগঠনের সমন্বয়ে এ জোট গঠিত হয়েছে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ জোটের ঘোষণা করেন বিজেপি প্রেসিডেন্ট ও মুখপাত্র মিঠুন চৌধুরী। তবে সংবাদ সম্মেলনে ৫০টি দল ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন না বলে সাংবাদিকদের কাছে স্বীকার করেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, জোটের প্রতীক পদ্মফুলের নিচে দুটি হাত রয়েছে, যা দেখতে অনেকটা ভারতীয় জনতা পার্টির প্রতীকের মতো। বিষয়টি স্বীকার করে নিয়ে মিঠুন চৌধুরী বলেন, পদ্মফুলের নিচে দুটি প্রার্থনারত হাত দিয়ে প্রতীকটির স্বতন্ত্র রূপ দেয়া হয়েছে। এ জোটের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, এ জোট ইসিতে নিবন্ধন পেতে যোগাযোগ করছে। আশা করছি, নির্বাচনের আগে নিবন্ধন পেয়ে যাবো। নির্বাচনে তিনশ’ আসনে প্রার্থী দেবো।
ভবিষ্যতে বিজেপি সরকার গঠন করতে পারলে যেসব কাজ করবে তার বিবরণ তুলে ধরে জোটের প্রেসিডেন্ট বলেন, অর্পিত সম্পত্তি আইনের জটিলতা নিরসন ও অতি দ্রুত সময়ের মধ্যে তা বা¯তবায়ন করা। সংবিধান সংশোধন করে সংখ্যালঘুদের মধ্যে একজন উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। ঢাকার ওপর চাপ কমাতে প্রত্যেকটি বিভাগকে প্রদেশে উন্নীত করা হবে। সংখ্যালঘু নির্যাতন রোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির মহাসচিব দেবাশিস সাহা, দেব দুলাল সাহা, দীপক গুপ্ত, আশিক ঘোষ, সবুজ কৃষ্ণ মুরারী প্রমুখ।
নতুন রাজনৈতিক জোট ‘বিজেপি’র আত্মপ্রকাশ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।