ইমাম খাইর, সিবিএন:
আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের মাধ্যমে রোহিঙ্গাদের সুরক্ষা করার আহবান জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।
তিনি বলেন, রোহিঙ্গাদের রক্তে ভাসছে মুসলিম দুনিয়া। নদী, পুকুর, খাল, বিল সর্বত্র লাশ আর লাশ। মিয়ানমারের বর্বর বাহিনী দেশটিকে মগেরমুলুকে পরিণত করেছে। বর্বর বাহিনীর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের উদ্দেশ্যে মুফতি ফয়জুল্লাহ এসব কথা বলেন।
তিনি বলেন, সুচির অন্তরে খাই খাই অবস্থা। এত লাশের পরও সুচির মন মানসিকতার পরিবর্তন নেই। খুন, জ্বালাও পোড়াও অব্যাহত রেখেছে। কার্যকর পদক্ষেপ না নিয়ে আন্তর্জাতিক মহল বিবৃতিতে তাদের ভূমিকা সীমাবদ্ধ রেখেছে।
তিনি মনে করেন, মুসলমানদের ওপর নির্যাতনের কারণে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেনা বিশ্বনেতারা। ওআইসিসহ বিশ্ব সংস্থাগুলো এক প্রকার নিরবতা পালন করছে। এটি কুবই দুঃখজনক।
ইসলামী ঐক্যজোটের কক্সবাজার জেলা সভাপতি হাফেজ ছালামত উল্লাহর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মুফতি ফয়জুল্লাহ প্রশ্ন রাখেন, মুসলমান বলে আজ আমাদের রক্তের দাম নেই। কোথাও অমুসলিম নির্যাতিত হলে কি অবস্থা হতো? আমরা দুঃখিত মর্মাহত ব্যাথিত।
মিয়ানমার সামরিক জান্তার প্রতিরোধে প্রয়োজনে রোহিঙ্গাদের অস্ত্র ও জনবল দিয়ে সংস্থান করার মত দেন ইসলামী ঐক্যজোটের প্রভাবশালী এই নেতা।
রোহিঙ্গা পল্লীতে ৩ দিনের পর্যবেক্ষণের চিত্র টেনে মুফতি ফয়জুল্লাহ বলেন, রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা নিজ চোখে দেখেছি। তাদের খুব করুন দশা। স্যানিটেশন ও চিকিৎসার চরম সংকট। রক্তশুন্যতায় ভোগছে অনেকে। কাঁদা মাটিতে হাবুডুবু খাচ্ছে রোহিঙ্গা শিশুরা। ওদের সুরক্ষায় নিরাপদ সমতল জায়গা নির্ধারণ করা দরকার।
সরকারের দৃষ্টি আকর্ষণ করে ফয়জুল্লাহ বলেন, বার্মা যেভাবে বাংলাদেশের আকাশ সীমা লঙন করছে তার জবাব দেয়ার সময় হয়ে গেছে। তাদের ছাড় দেয়া উচিত হবেনা। সরকারকে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতে হবে। জনগন সরকারের সাথে আছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব মুফতি তৈয়ব হোসেন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবীব, সৌদি আরবের জিদ্দা শাখার যুগ্মমহাসচিব আমানুল হক আমান ও কক্সবাজার শহর সভাপতি নুরুল হক চকোরী।
সভায় তিনি বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ির চাকঢালায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।